Header Ads Widget

টেলিটক বাংলাদেশ লিমিটেডের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ 2022

 


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) শূন্য পদে সরাসরি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) পদে একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদসংখ্যা: ৮

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। যেসব প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন, তাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫.০ পেতে হবে এবং স্নাতকে সিজিপিএ ৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

বয়স: ২০২২ সালের ৩০ জুন সর্বোচ্চ ৩০ বছর।

বেতন স্কেল: ২৫,৫০০-৪৮,১৫০ টাকা (গ্রেড-৯)

আবেদন যেভাবে করতে হবে:

আগ্রহী প্রার্থীদের এ লিংকে বা টেলিটকের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করবেন। আবেদন পদ্ধতি ও ফি জমাদানের প্রক্রিয়া এ লিংক থেকে জানা যাবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।

এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।


আবেদন ফি

অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ১,০০০ টাকা এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things:চাকরির খবর, চাকরির খবর ২০২২, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২২ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর ২০২২, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর



Post a Comment

0 Comments