Header Ads Widget

ব্রাজিলিয়ান তারকাকে হত্যার হুমকি,তরুণ গ্রেফতার

 

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ানকে হত্যার হুমকি দিয়েছে তার ক্লাব করিন্থিয়ানসের এক সমর্থক। মূলত তার বাজে পারফরম্যান্সে হতাশ হয়ে ওই সমর্থক প্রাণনাশের ‍হুমকি দেন বলে জানা যায়। ইতোমধ্যে ওই সমর্থককে গ্রেফতার করেছে ব্রাজিলিয়ান পুলিশ।



২০১১ সালে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় উইলিয়ানের। সম্ভাবনাময় এই উইঙ্গার জাতীয় দলের হয়ে নিয়মিত ছিলেন ২০১৯ সাল পর্যন্ত। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও সেলেসাওদের হয়ে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন উইলিয়ান। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য দেখাতে পারেননি তিনি। একই অবস্থা তার ক্লাব ক্যারিয়ারেও।

ইংলিশ ক্লাব চেলসির হয়ে ২০১৩ থেকে খেলেছেন ২০২০ সাল পর্যন্ত। গত বছর খেলেছেন আর্সেনালে। তবে একের পর এক বাজে পারফরম্যান্সে ক্লাবকে হতাশ করে শেষ পর্যন্ত তার ঠাঁই হয় দেশের ক্লাব করিন্থিয়ানসে। যেখানে তিনি খেলেছেন তার ছোটবেলায়। তবে সেখানে গিয়েও ছন্দ খুঁজে পাননি এই উইঙ্গার। ২৭ ম্যাচ খেলে এই উইঙ্গার করেছেন মাত্র এক গোল, অ্যাসিস্ট সংখ্যা তিনটি।


তার এমন বাজে পারফরম্যান্স খেপিয়ে তুলেছে এক করিন্থিয়ানস সমর্থককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরি ও বুলেটের ছবি পাঠিয়ে তাকে বার্তা পাঠালেন খুনের। যেখানে ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গারকে উদ্দেশ্য করে ওই সমর্থক লেখেন, ‘হয় ভালোবাসার জন্য খেল, না হলে প্রাণের ভয়ে খেল।’

এমন হুমকি পেয়ে সাও পাওলোর পুলিশের কাছে অভিযোগ করেন উইলিয়ান। তার ধারণা, তার স্ত্রী ও দুই যমজ কন্যাও হুমকির মধ্যে আছেন।

এমন অভিযোগ পেয়ে পুলিশও দেরি করেনি। সাও পাওলোর বারা ফান্দার বিশেষ ফোর্স তদন্তে নামে। ২১ বছর বয়সী একজনকে গ্রেফতার করলেও পুলিশ তার পরিচয় প্রকাশ করতে চায়নি।

এ বিষয়ে পুলিশ কমিশনার সিজার সাদ বলেন, ‘অনুশীলনে বা স্টেডিয়ামে খেলোয়াড়ের কাছ থেকে ভালো পারফরম্যান্স দাবি করাটা স্বাভাবিক। কিন্তু হুমকি দেয়া মেনে নিতে পারে না পুলিশ। খেলোয়াড়ের মেয়েদের স্কুলে যাওয়ার হুমকি কিংবা বাসার ঠিকানা উল্লেখ করে হুমকি দেয়া মেনে নেয়া যায় না। এটা অপরাধ।’


ব্রাজিলের সিরি আঁতে লিগের শীর্ষে আছে করিন্থিয়ানস। কিন্তু সমর্থকরা সন্তুষ্ট নন পারফরম্যান্সে। উইলিয়ানের মতোই হুমকি পেয়েছেন অন্য ফুটবলাররাও। পুলিশ করিন্থিয়ানস দলের অন্য খেলোয়াড়দের যারা হুমকি দিয়েছেন, তাদের ব্যাপারেও তদন্ত করছে।

ব্রাজিলিয়ান সমর্থকদের এমন আচরণ নতুন নয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব বাহিয়ার বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে বিস্ফোরণের ঘটনায় ক্লাবের ৩ খেলোয়াড় আহত হন।

Post a Comment

0 Comments